মহারাজা তোমাকে সেলাম
অশোক দাশ ##
গঙ্গা জলে গঙ্গা পূজা চলছে নৈবেদ্য নিবেদন নিরন্তর,
শত বছর নয় শত- শত বছর তুমি থাকবে চির অম্লান অমর।
সুনীল নক্ষত্রাকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক মনিহারা,
যাকে সকলে এক ডাকে চেনে সত্যের ধ্রুবতারা।
‘ পথের পাঁচালী-‘ র স্রষ্ট্রা চেনালো বিশ্বকে চলচ্চিত্রে বাংলার অহংকার,
তোমার’ গনদেবতা’ – রা আজ বিদ্রোহের ধ্বজা উড়িয়ে রাজপথে দুর্নিবার।
‘ শাখা- প্রশাখায়’ ভরে গেছে পরিযায়ী পাখির দুর্গন্ধ বিষ্ঠা,
অর্থগৃধ্নুর ইঙ্গিতে চলে আজকের’ নায়ক’, নেই কাজে সততা নিষ্ঠা।
’ হীরক রাজা’র প্রতিচ্ছবি ঘুরে- ফিরে আসে সোনার ভারতে,
রাজবন্দনা ছাড়া প্রতিবাদী গান- কবিতা কাঁদে রাজরোষে।
তোমার’ অপু’ চলে গেছে বহুদূরে জাগতিক বন্ধন ছিন্ন করে,
অভিমানী ‘চারুলতা’ টিভি সিরিয়ালে ব্যস্ত চলচ্চিত্র ছেড়ে।
‘ফেলুদা’ এখনও রহস্যের গন্ধ শুঁকে ফেরে দিন- রাতে,
জাতিস্বর ‘মুকুল’ খোঁজ দেয় ‘সোনার কেল্লা’ ঘুরে -ঘুরে ।
প্রতিভার হীরক দ্যুতির বর্ণচ্ছটায় দশদিক আলোকিত,
সৃষ্টির সুধা রস আকন্ঠ করে পান হৃদয় পুলকিত।
হে সাহিত্য স্রষ্ট্রা তোমার সৃষ্টির রহস্য অঙ্গনে চির বসন্ত,
আজ ও চোখে- চোখে না বলা কথা ক্যানভাসে আঁকা ছবি জীবন্ত।
ঘন- ঘোর দুর্দিনে অসুস্থ পৃথিবীকে দেখাও আলো আরবার,
রাজার রাজা মহারাজা তোমাকে সেলাম -আদাব-প্রনাম -নমস্কার।