ঝরা পাতা
তুষার আচার্য্য ##
শক্ত হয়েই জড়িয়ে থাকে নরম সবুজ পাতা।
গাছের কোলে নীরব প্রেমে নিশ্চিন্তে আসে অজস্র স্বপ্ন কথা।
বিচ্ছেদ নেই কোন, অবিরাম মিশে থাকা।
ঘরেই মতই জাগে সকল অদৃশ্য নিমগ্নতা।
বাধার প্রাচীর শাসন করে, দেখায় দর্শনের বারতা।
অভাবী মনে খেয়ালী ক্ষণে আসে বিচ্ছেদের ভয়।
ঝরা পাতা আমি, ঋতুর প্রয়োজনেই আসে ক্ষয়।
ভেবে আমায় পর, ভেবো না আমি তোমার কেউ নই।
হৃদয়ের দুকূল জুড়ে উথালপাথাল আমি জেগে রই।
তুমি কবিতা আমার, আমি শুকনো পাতার বই।