যুদ্ধের আহ্বান

রূপবিলাস মণ্ডল  ##

স্পর্ধা পোড়ায় সন্ধ্যা প্রদীপ শিখা 

মাঝে হারিয়েছে ঝর্ণার গতিপথ ,

রুদ্ধ কণ্ঠ পথ খোঁজে প্রকাশের

কালনাগপাশে সওয়ারের গতি শ্লথ।

অন্যায় আর অবিচার সীমাহীন 

অনভিপ্রেত বেড়া ঘেরা চারিদিক ,

আমি বাঁধা আছি রক্ত মাংস হীন

ক্ষোভের আগুন বুকে জ্বলে  ধিক্ ধিক্।

তারুণ্য  আর  যৌবন  উই ঢিপি 

স‌ইতে স‌ইতে সকলি হারিয়ে গেছে ,

আছে পড়ে এই ক’খানা অস্থি শুধু 

ডি.এন.এ.টেস্টে মানুষ প্রমাণ হবে।

সরতে সরতে দেওয়ালে ঠেকেছে পীঠ 

এবার তাহলে লড়াইটা হোক শুরু,

পাঞ্চজন্য বাজুক আকাশ জুড়ে 

শত্রুর বুকে শুরু হোক দুরু দুরু ।

অন্যায় আর অবিচারে মারো তির

জেগে ওঠো তুমি  ধর্ম সংস্থাপনে

এ লড়াই হবে প্রলয় ভয়ংকর

লড়ে যেতে হবে দিন রাত  প্রাণপণে। 

এ লড়াই  কারো একার লড়াই নয়

এ লড়াই হবে মিছিলে ও সংগ্রামে,

ন্যায়ের জন্য বিশ্ব যুদ্ধ হোক

লড়‌ই চাইছি বিশ্বের  ময়দানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =