যদি গান হতে পারতাম

আকাশ রায়, বেলদা,পশ্চিম মেদিনীপুর

যদি গান হতে পারতাম,
তোমার কন্ঠ বেয়ে নেমে যেতাম প্রতিনিয়ত।
তোমার সুরের সাথে তাল রেখে,
ডুব দিতাম একরাশ প্রেম-সাগরে।

যদি গান হতে পারতাম,
প্রাণময়তায় ঢেকে দিতাম তোমার ব্যর্থ আবেগকে।
রামধনুর রঙে রাঙা হয়ে,
নিজেতে ফিরতাম কোনো এক বৃষ্টিভেজা দুপুরে।

যদি গান হতে পারতাম,
মাতৃহারা কোনো শিশুর চোখে এনে দিতাম তন্দ্রা।
কান্নাভেজা চোখে ক্ষণিক প্রশান্তি হয়ে,
নিয়ে যেতাম তাকে এক ঘুমপাড়ানিয়ার দেশে।

যদি গান হতে পারতাম,
উপভোগ করতাম সৃষ্টিসুখের মাধ্যমটুকু।
জীবনবীণার সুক্ষ্ম তারে হাত রেখে,
বুনতে থাকতাম কয়েকটি বিনিসুতোর মালা।

যদি গান হতে পারতাম,
ঘুঁচিয়ে দিতাম আমার কাব্যের অপূর্ণতাটুকু।
যুগলভাবে আকাশ ছোঁয়ার আনন্দে,
ফিরে যেতাম কোনো এক প্রবাসী পাখির কন্ঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =