শহুরে ইতিহাস
দীপংকর সাহা, মালিপাড়া, পূর্ব বর্ধমান
ভেজা শহর,
টুপ টাপ বৃষ্টি বুক,
জল ছোঁয়া রাস্তা পা
বুক ছুঁয়ে অনুভূতির মেঘ।
দুজনের মাঝে জেগে থাকা
নতুন আলুর খোসা।
ল্যাম্পপোস্ট আলো ছায়া প্রান।
আঙুলের খঁাজে খঁাজে জেগে
শীত সকাল উষ্ঞতা।
শরীরী অবাধ্যতা মুহুর্তে খোলস ছাড়ে।
মিলে যায় পদ্ম পাতার দুটো জলবিন্দু।
তারপর মিলিয়ে যাওয়া শহুরে রাত, দিন গোনে
দু এক পশলা বৃষ্টি হানা দেয় দুটি বুকে।
হৃদয়হীন শহর পথ চলে সময়ের খাতে।
উড়ন্ত সব বুক পাখিরা
উষ্ঞতা খোঁজে নতুন নতুন বুকে।
উষ্ঞতা হারাতে হারাতে জল রাস্তা
নতুন স্বপ্ন বোনে।
আর দুটো ল্যাম্পপোষ্ট
ছায়ামুর্তি হয়ে লিখে রাখে
শহুরে ইতিহাস।