হলুদ চিঠির খাম
অদিতি চক্রবর্তী, চিত্তরঞ্জন
একটি আঙুল চাঁদ চেনালো
অন্যটি তো হাঁটা
এক আঙুলে আলতো কামড়
কাটায় নজর কাঁটা।
এ আঙুলে ভরসা পেলাম
ও আঙুলে ধমক
বলতো রিমা কোন আঙুলে
ভালোবাসার চমক?
দুই আঙুলে জয় নিশ্চিত
দু’আঙুলে চিমটি
দুই আঙুল আলতো তোলে
বোঁটার খসা ফুলটি।
ওই আঙুল সুখ লিখছে
এই আঙুলে বাঁশী
আঁচল তলে নিসপিস্ কার
আঙুল অহর্নিশি?
দশ আঙুলে পিয়ানো বাজায়
দশ আঙুলেই প্রণাম
পাঁচ আঙুলের মুঠোয় তোমার
হলুদ চিঠির খাম।