শৈত্যপ্রবাহের দাপট
মেশকাতুন নাহার ##
উত্তাপ কমে গেছে জমে
দেশের অলি গলি,
প্রকৃতির রূপ হয়েছে চুপ
জব্দ ফুলের কলি।
শীতল বাতাস করেছে গ্রাস
শ্রমজীবীর বাড়ি,
কর্মে হেলা ঝক্কি মেলা
জ্বলবে কি আর হাঁড়ি?
সূর্যকিরণ অপহরণ
কুয়াশায় সব ঢাকা,
মেঘলা আকাশ রুক্ষ প্রকাশ
নিস্তেজ ছবি আঁকা।
মাঠেঘাটে বাজারহাটে
বেড়েছে খুব দুর্ভোগ,
সর্দি কাশি ব্যাধির রাশি
নসিবে ঘটছে যোগ।
শীতের রাতে ফুটপাতে
বস্ত্রহীনরা ঘুমায়,
রেলস্টেশনে পরিদর্শনে
দেখবে রে অসহায়।