জীবন
বিপুল চন্দ্র রায় ##
জীবন কত রঙে রঙিন জীবন অদ্ভুত
কত ঘটনা কত রটনা কত মান অভিমান
কত দুঃখ কত কষ্ট এই তো জীবন।
সময় স্রোতে বয়ে চলা নদীর মতো,
একূল ভাঙ্গে ওকূল গড়ে ঠিক তেমনি জীবন।
কখনো হাসি কখনো কান্না কখনো নীরব,
কত ঘাত-প্রতিঘাত সয়ে সয়ে জীবন গড়তে,
সুখী হতে করেছি কত যুদ্ধ ঘোষণা।
আমরা কেউ কি জানি?
জীবন নামক রেল গাড়িটার স্টেশন কোথায়?
সকলেই ছুটছি পাগলা ঘোড়ার মতো
সুখে থাকার তরে সুখী হতে স্টেশনে স্টেশনে ,
কিন্তু আদৌ কি পেরেছি সুখী হতে কেউ এ পারিনি।
বরং সুখে থাকার প্রয়াস,সুখের থাকার ভান ধরি,
দুঃখ কষ্ট তো জীবনে অংশ কিন্তু লজ্জায় বলিনা।
এ জীবন যে কঠিন!চলার পথ নয় মোটেও সহজ!
জীবনকে জানতে বুঝতে পারি দিতে হয় শত বাঁধা,
এই তো জীবনের উপলব্ধি এই তো জীবন।