চাঁদ মামার দেশে
তাপস কুমার মুখোপাধ্যায় ##
ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গেলাম শেষে
ঐ চাঁদমামার দেশে।
গর্বে ফুলছে বুক, আমরা ভারতবাসী
আজ মোদের মুখে গৌরবের হাসি।
আমরা হারকে করেছি জয়,
বুকে ছিল প্রত্যয়।
বিশ্ববাসী দেখছে চেয়ে ছো্ট্ট সে এক দেশ
পরেছে বিশ্বজয়ীর বেশ।
আজ পাল্লা মোদের সমানে সমানে
তুচ্ছ করে সকল অপমানে।
মোদের কামাল সব দামাল ছেলে
চাঁদ ছুঁয়েছে অবহেলে।
ভারত মায়ের বিজয় নিশান
বহন করে চন্দ্রযান।
চাঁদের মাটি ছুঁয়েছে বিক্রম
বিশ্ব মোদের করছে সম্ভ্রম।
বিক্রম কিছু সময় নিয়ে
রোভার দিয়ে প্রজ্ঞানকে দিল নামিয়ে
আজ ইসরোকে কুর্ণিশ বিশ্বের,
চলছে হেঁটে প্রজ্ঞান মাটিতে চাঁদের।
আগামী দিনে দেবে পারি সূর্যিমামার দেশে
বিজ্ঞানীরা পন করেছে জরিপ মহাকাশে।
ভয় পেয়োনা ভয় পেয়োনা
সূর্যিমামাও রবে না অজানা।