হারিয়ে যাওয়া মনরশ্মি

মৌসুমী রায় ঘোষ, কালিন্দী, কলকাতা

মন বলে “আয়”,
মুহুর্তে এসে দাঁড়ায়|
মাথা কুটলেও চোখ পায় না|
যদি বলো
হাত বাড়িয়ে দেবো|
জানি হাওয়ার বুক হাতড়ে
ফিরে আসবে আবার|
অবয়বহীন শরীর ফুঁড়ে
বিচ্ছুরিত রশ্মি প্রতিফলিত হবে না|
অন্ধকারে হারিয়ে যেতে যেতে
মনে করবে সেই হাতটার স্পর্শ
আর মিলিয়ে যেতে থাকবে অন্তহীন|
(19/05/16)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =