অর্থ নেশা
বিজন চন্দ (কুঁদঘাট, কলকাতা)
এ কেমন সর্বনেশে
মানুষের ব্যস্ততা দেখে
পশুরাও হাসে।
কারন – মানুষ নেই আজ মানুষের পাশে।
অন্ধকে দেখি একলা পথে
মুমূর্ষু ছটফট করে রাস্তায়
তৃষ্ণার্ত বৃদ্ধা চাইছে জল
রাস্তার ধারে রক্তাক্ত লাশ
মানুষ চলেছে কাটিয়ে পাশ।
ছুটছে সবাই ঊর্ধ্বশ্বাসে
অর্থ নেশার মহাউল্লাসে
অন্টিয়া ছোটে শিলিং নিতে
জাপান আছে ইয়েনে মেতে
আমেরিকার – ডলার, কলম্বিয়া – পেসো
ইজরায়েল – শেকেল, নাইজেরিয়া – নাইরা
ভারত ছুটছে ধরতে রুপি, ভিয়েতনাম – ডং
বাংলাদেশ ছুটছে ধরবে টাকা
নইলে জীবন হবে ফাঁকা
ঘড়ির কাটায় বাঁধা আমরা
জন্ম – মৃত্যু সঙ্গে জরা,
বিবেক মনুষ্যত্ব বিক্রি করে, পাচ্ছি অর্থ – যশ – খ্যাতি
এর নাম কি মনুষ্যজাতি ?
সব ভুলে আজ হয়েছি – একা।