বিনষ্ট সময়

জিতেন্দ্র গোস্বামী

হঠাত্ই থমকে গেছে
স্বপ্নের ভেতর

না মেলা পাপড়ির দল;-
কোরক অন্তর

অধীর উন্মেষে
যুগানুর সর্বনেশে
কত যে পল অনুপল…

মেঘে মেঘে ছেয়ে আছে !…
বেলা শেষ !–সূর্যের
করুন দিগন্ত রেখা
স্মৃতি ছুঁয়ে
অরণ্যের প্রাচীন বল্কল

এ ভাবেই চলে যাওয়া !–অর্থহীন
আর একটি দিন !

দ্বিধা…দ্বন্দ্ব…দোলাচলে…
বর্ণমালা নেই বলে,
বিধূরের রঙ্ আজ
হয়েছে রঙিন!—
তাই, কে কার অধমর্ণ?–কে শোধে
হৃদয়ের ঋণ?

হৃদয় তো বহমান !—চিরটিকাল
এবং আজন্ম নদীই…
বাঁকও নেয়
হঠাত্ই হঠাত্ই
পাড় ভাঙ্গে;গড়ে!…

স্বপ্নে থাক্;স্বপ্নে থাক্—
মিলনের কাঙ্খা সাগরে
আনন্দে; উদ্বেলে…

হয়তো তার অভিমান !—
সেতুহীন দীর্ঘদিন
শ্রাবনে … ভাদ্রে… ঘোলাজলে…

অবশেষে পাড়ি শেষ!–মোহনায়
ফিরে ফিরে দেখা
জীবনের রেশ
ক্ষীণ প্রান্তরেখা…
আর এক বিস্ময় !

যদিও উড়ছে ধুলো;-
ফেলে আসা স্মৃতিগুলো
পথে পথে… একা একা
বিনষ্ট সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =