স্বাধীনতা
yসৌরভ বর্ধন,শান্তিপুর, নদিয়া
এক টুকরো পুরুলিয়া কিংবা বিহার
প্রতিবছর উঠে আসে আমাদের ভাটার মাঠে
উনুনের আগুন যেমন নীল হয়ে থাকে
রক্তে বর্ণে তেমন সান্দ্র কাদায়
আমাদের গোরস্থানে শ’য়ে শ’য়ে কোদাল
জেগে ওঠে মৃতদেহ ঘাড়ে করে
আলোর ধূলোতে একটা একটা প্যারাস্যুট
এঁকে দেয় অশ্বমেধের ট্যাটু, দেয়ালে দেয়ালে
প্রচার কুড়ানো মিছিল থেকে ঝোপঝাড়
রাঙা শরীর উঠে আসে ফুলশয্যায়, ক্যাফেটেরিয়ায়
চিরচিহ্ন দিয়ে যায় সময়….
ঘুমের সাঁতারে একটা একটা সাবমেরিন
ডাকহরকরা হয়ে ওঠে পূর্ব কিনারে বা উপন্যাসের দেশে
হৃৎপিন্ড হাতে ঘুড়ে দাঁড়ায় স্বাধীন থাকার নেশা
নদীর বদলে মানুষ টেনে বেড়ায় রিক্সার হাতল
ওকে ব্যারিকেড পড়াও ; আবার ভাঙতে বলো
নিও-ফোবিয়ার চিল-চিৎকার………
শীতকালের চেয়েও অনেক বড়ো
গ্রীন-করিডর বাঁধা আছে প্রিয় স্বাধীনতার
কেননা এভাবেই গ্রহানুরা ঘোরেফেরে আজকাল
ইরাকে সিরিয়ায় রোহিঙ্গা-শিবিরে…..