একটি মৃত্যু

শম্পা বণিক

দুর্লভ যে স্বচ্ছ সহজতা –
লোভী প্রাণ অবিরাম ছুটে গেছে,
সেদিকেই ৷

অবধারিত ছিল মুখ থুবড়ে পড়া !
সমাপ্তী দড়ি অধরা রেখেই –
একটি করুণ পরাজয় !
একটি অসহায় থেমে যাওয়া !
একটি বিশ্বাসের মৃত্যু !

– যে মৃত্যুর খবর রাখেনি জাহ্নবী !
– যে মৃত্যুতে জ্বলেনি মোমেরবাতি !
– যে মৃত্যুতে কলম ধরেনি কবি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =