তুই কি আমার
অরুণ কুমার সরকার (শিলিগুড়ি)
তুই কি আমার সবুজ মাঠের
প্রাণ জুড়ানো আশ্বিনে ধান?
তুই কি আমার সোহাগ মাখা
মেঠো পথের বাউল গান?
তুই কি আমার ভিজিয়ে দেওয়া
উথাল পাথাল সমুদ্র ঢেউ?
তুই কি আমার মনের ভিতর
লুকিয়ে থাকা অন্য কেউ?
তুই কি আমার উরস ছোঁয়া
বিকেল বেলার মিষ্টি কথা?
তুই কি আমার দুখের মাঝে
সমান ভাগের হৃদয় ব্যথা?
তুই কি আমার নিঝুম রাতের
চাঁদ গলানো মিষ্টি হাসি?
তুই কি আমার আকাশ জোড়া
চোখ ধাঁধানো তারার রাশি?
তুই কি আমার পাহাড় চূড়ার
মন খোয়ানো ঝর্ণাগুলো?
তুই কি আমার দগ্ধ প্রাণও
হিসেব বিহীন বাসিস ভালো?
তুই কি আমার উষ্ণ ঠোঁটের
গলতে থাকা মোমের আলো?
তাহলে তো মিথ্যে নয় আজ
আমার দেখা স্বপ্নগুলো।