অতল ঘর
অনিরুদ্ধ সেন
উচ্ছ্বাস ঢেউ বালি নুন
সব আমারই প্রাচীনতম গুন
কূলে কূলে চির ব্যকুল
এসে বার বার ভেসে যাবার
হৃদয় না জানি কী প্রত্ন গহ্বর
সইতে পারে না তাই সৈকত ভাঙে
পৌঁছয় জোয়ারের জোর ঝাউবনে
অঠাঁই গভীরে হুতাশের চর
জেগে ওঠে কবে মাঝ বরাবর
লেখে বাতাস ভাঁটার খবর
যদি জানো জল সে অগাধ অকূল
না জানো এ শুধু ফেনায়িত নীল
হাজারো প্রাচীন তবু এখানেই
এঁটে আছে খিল ৷