শিক্ষা
নির্মলেন্দু কুণ্ডু
নিখিল রায়,স্কুল শিক্ষক,বিবাহিত৷ দুজনের সংসার,তাই মাঝে মাঝেই স্ত্রীকে সাহায্য করে৷ ছাদে কাপড় শুকোতে দিতে গেলেই পাশের বাড়ির কুমারী অপর্ণার সে কি বিদ্রুপের হাসি! একবার তো আত্মীয়-পরিজনদের সামনে নিখিলকে শুনিয়ে শুনিয়ে বলে—”দ্যাখো,দ্যাখো, বউয়ের কাপড় মেলছে৷”মনে আঘাত পেলেও কিছু বলে না নিখিল৷
এরপর কালের নিয়মে অপর্ণার বিয়ে হল৷ উচ্চপদস্থ চাকুরে বর,কলকাতায় ফ্ল্যাট, দুজনের সংসার—অপর্ণার খুশি দেখে কে! নতুন বাড়িতে গিয়েই তার দেখা স্বপ্নগুলো কেমন যেন মলিন হতে লাগলো৷ ভেবেছিল ও আর ওর বর একসাথে মিলে গড়বে নতুন ভুবন৷ কিন্তু কোথায় কী! কাজে হাত লাগানো দূরে থাক,পান থেকে চুন খসলেও চলে গালাগালি,মারধর! অপর্ণা একা বসে কাঁদে৷
বিধাতা বোধহয় তখন অলক্ষ্যে একটু মুচকি হাসেন৷