পরব
অভিমন্যু মাহাত
বাহা পরবের বাঁশি বাজল
চলো, রাত ঘন হয়েছে
হাতগুলো মিলিয়ে নিই। হাত সরণি, ডাকি
পালা বদল হোক, লাঠিতে থাকুক আবহসঙ্গীত
অনাহত জোছনা লুটিয়ে পড়ুক মাদৈলে
আমিও পাহারায় থাকি
বাহা পরব পার হলেই,
মাথায় দেবো শালফুল
জঙ্গল বলে গিয়েছে, অন্য সখিরাও যেন এটা পালন করে
আদরের বিনুণি, আদিমাতৃকা
আঁজলা ভরে দাও পরবে