পারিবারিক
তৈমুর খান, রামপুরহাট, বীরভূম
অনেকটাই এগিয়ে এসেছি
বাবুই পাখির মতো ছোটখাটো বাড়ি
নীল লাল সুতো দিয়ে বুনে আঁটসাঁট
বৃষ্টি ও রোদ্দুরে অনুভূতি ফেরে
হাওয়াদের হল্লায় পাতার মর্মরে
আবেগের দিন ফিরে আসে
দুয়ারে দাঁড়িয়ে থাকে ব্যবহৃত নারী
সম্পর্ক সেলাই করে রাতের বালিশ
সত্য অসত্য গানে রাস্তা খুলে যায়
আলো ও আঁধারে চলে যাওয়া আসা
ইংগিত বোঝে সেও, ভাষাও বোঝে
রাতে রাতে অলীক বেড়াল যায় ডেকে
কাগজের বাঘ কিনে আনি
প্লাস্টিকের গোলাপ বাগানে তাকে রাখি
ধারণায় গর্জন শুনি তার
ছোটখাটো বাড়ি, তাই মঞ্চ
দেখুক সবাই আমাদের অভিনয়