ঈশ্বর ও আর একটি কবিতা
সেলিম উদ্দিন মণ্ডল
ঈশ্বরের কোন দাঁত নেই।
মাড়ি নেই।
আমরা তাকে খাওয়াই।
কেউ খাওয়ালে খাবে না এমন লোক আজকাল চোখে পড়ে না।
পড়লেও হয় তাদের পেটের সমস্যা;
না হয় এলার্জি আছে।
এখন বড় দুর্দিন।
চোয়াল নিয়ে কবিতা লেখা যায় না!
ঈশ্বরকে ভাগ দিতে হয়।
কতকাল ঈশ্বর দেখব বলে মন্দির-মসজিদ ঘুরেছি
মোটা অঙ্কের চাঁদা দিয়েছি
ফিরে এসে দেখি বিশাল একটা বাঘ সামনে দাঁড়িয়ে
যে মাংসাশী নয়
অথচ, ঈশ্বর হবার দাবি করে।
কিন্তু…
কিন্তু আমরা তাকেই জড়িয়ে ধরে ঘুমোই
আর একটি কবিতার জন্য।