অবহারিকা
জ্যোতির্ময় মুখার্জি, মাহাতা, বর্ধমান
আঙ্গুলের ভিতর লুকিয়ে আছে যে নিভৃত নিশ্বাস, সেই ক্ষনিকের সম্মোহনে তোমাকে ডেকেছি মা বলে,
ভাঙতে ভাঙতে তোমার রক্তশূন্য শরীরে
দাঁত বসালাম অনায়াসে,
যেমন করে একটা নদী মরে গেলে
রেখে যায় মৃতখাত, তেমনি প্রতিবার
তোমার কঙ্কালটা ঝুলিয়ে দিই বাঁশের উপর,
পতপত করে নেচে ওঠা
তোমার কঙ্কালের দিকে তাকিয়ে অনিমিষ,
স্যা লুট ঠুকেছি বুক ঠুকে।
প্রতিবার এই বিসর্জনের কোলাহলে
প্রকোষ্ঠে জেগে থাকে রাত পেঁচারা,
বিবর্ণ রাতে তবু কিছু জোনাকি জ্বলে ওঠে,
জানি কাল শুধু ঝিঁঝিরব।