সীমারেখা
হাম্বির বিশ্বাস
বিভাজন সীমারেখা..
তুমিও ডাকো নি আমায়।
হাঁটুর মধ্যে মুখ গুঁজে কেটেছে অনেক রাত,
সস্তা হ্যান্ডবিলের মধ্যস্থতায় সময় কাটলেও চোখ ফোটে নি এখনও..
******************************
সারি সারি যতি চিহ্ন
পাহাড়, ঘিরে থাকা সবুজ ঘাস জমি।
পড়ন্ত বিকেলে কৃষ্ণসার হরিণের কানে কানে ফল্গু নদীর গল্প।
আর সন্ধ্যে হলে,
পিঠের নিচে ঘাস রেখে
তারা ঝোলা আকাশে উল্কা ছোঁবার খেলা।
******************************
কালবৈশাখির ধ্বংসলীলায় সায় দিই নি কখনও,
শুধু আমেজ মাখতে চেয়েছি..
তাই ফল্গু-উল্কার খেলার তাল কাটলে,
হৃদয় দিয়ে হৃদয়ের সীমারেখা টেনে দিতে দিয়েছি
আর বিভাজনের নো ম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে হ্যান্ডবিলের ঘুঁড়ি উড়িয়েছি।