কারাগার
প্রজ্ঞা পারমিতা রায়
দৃশাহীন তৃষাহীন মর্মর ধ্বনি
সুমধুর বাক্য যেন নির্মম দয়াহীন।
সমুদ্র দূর যাক পর্বত ধসে যাক
ক্ষুন্ন হোক নীরব নিবিড় বনানী।
আজ যদি মনে হয় বড় একা
মুর্হুতে যাক তবে বাসনা ব্যসনী।
যারা আজ তীব্র তৃষার্ত তাদের
তাদের চরনে রাখি মাল্যখানি।
সুরের আভরনে খুঁজব না তাদের
মর্মের জ্বালা দিয়ে মুছাব না তাদের
দহনের অগ্নিআলোয় খুঁজব না।
সারা দিন এমনি ছিল সারা ক্ষণ
এমনি কাতর, এমনি আলোর মত
ক্ষিপ্ত তাদের অন্তরের কারাগার।