বাঙালি সাহিত্যিকের ছদ্মনাম ও নামান্তর (৩য় পর্ব)

পবিত্র কুমার মুখোপাধ্যায়

গত পর্বে আমরা বেশ কয়েকজন স্বনামধন্য লেখকদের ছদ্মনাম নিয়ে আলোচনা করেছি। এই পর্বেও থাকছে তেমনই কয়েকজন বরেণ্য সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আলোচনা। অঅক্ষর দিয়ে যাদের নাম শুরু তেমনই কয়েকজনের তালিকা দেওয়া হল এবার।

# অমল হোম (১০/১১/১৮৯৩ -২৩/০৮/১৯৭৫) । ছদ্মনাম- লামা। জন্মস্থান- মজিলপুর, দক্ষিণ ২৪ পরগনা। সমাজসেবী, সাংবাদিক এবং সমালোচক। গ্রন্থ – পুরুষোত্তম রবীন্দ্রনাথ; রামমোহন রায় অ্যান্ড হিজ ওয়ার্কস।
# অমলেন্দু ভট্টাচার্য (২২/০৯/১৯৫৪ – ?)। ছদ্মনাম – বিশাখ দত্ত। জন্ম – করিমগঞ্জ, অসম। অধ্যাপক, লেখক ও লোকসাহিত্য গবেষক। সম্পাদিত পত্রিকা – ঝঙ্কার।
# অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় (০১/০১/১৯১৬-১০/০৯/১৯৮৮)। ছদ্মনাম- উমাপতি উপাধ্যায়। জন্ম- বরিশাল। আই এ এস অফিসার। প্রবন্ধকার। গ্রন্থ- বাঁকুড়ার মন্দির; দেখা হয় নাই প্রভৃতি।
# অমিয় কুমার সেনগুপ্ত (২৩/০১/১৯৫৩ – ?)। ছদ্মনাম – অকু সেনগুপ্ত; অঘোরবিলাস চৌধুরী; অঙ্কুর বাউরী; অজগর নাগ; অজয় ধীবর; অজ্ঞান মাহাত; অমুক বদ্যি; অরি মিত্র; আকাশ সূত্রধর; ইন্দ্রজিৎ বসু; শঙ্খ দেবী সহ আরও বেশ কিছু ছদ্মনাম রয়েছে তাঁর। জন্ম – উদয়পুর গ্রাম, বাঁকুড়া। চিকিৎসক, কবি, গল্পকার, প্রাবন্ধিক, সংগীত রচয়িতা, লোকসংস্কৃতি গবেষক। সম্পাদক – ‘লুব্ধক’ সাহিত্য পত্রিকা। গ্রন্থ – অঙ্কুরে লেগেছে ঘুণ; রোদ্দুরে বিঁধেছে চোখ।
# অমিয় ধর (১৯৪১- ?)। ছদ্মনাম – চার্বাক সেন। জন্মস্থান – গোপালগঞ্জ, খুলনা, বাংলাদেশ। শিক্ষক। কবি, প্রাবন্ধিক ও গবেষক। গ্রন্থ – কে আছো; গোপাল হালদারের জীবন সাহিত্য।
# অমিয় কুমার হাটি (৩০/০৬/১৯৩৫ – ?)
। ছদ্মনাম – নাগার্জুন। জন্মস্থান – আহমেদপুর, বীরভূম। চিকিৎসক, কবি ও প্রাবন্ধিক। গ্রন্থ – মধুরা; ক্যান্সার।
# অমিয় রতন মুখোপাধ্যায় (১৯১০ – ?। ছদ্মনাম – বামদেব; শ্রীরতন। জন্মস্থান – কলকাতা। অধ্যাপক, কবি ও সমালোচক। গ্রন্থ – পূর্বরঙ্গ; স্বপ্ন ও সংগ্রাম; সুন্দর হে সুন্দর।
# অমিতাভ চৌধুরী (১৯২৮ -?। ছদ্মনাম – চাণক্য; দৌবারিক। আনন্দ বাজার পত্রিকা পরে যুগান্তর পত্রিকার সম্পাদক। পদ্মশ্রী প্রাপ্ত লেখক; সাংবাদিক। গ্রন্থ – রবীন্দ্রনাথের পরলোক চর্চা।
# অমিতাভ চৌধুরী। ছদ্মনাম – শ্রী নিরপেক্ষ। সাংবাদিকতার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত। গ্রন্থ – নেপথ্য দর্শন; শ্রী নিরপেক্ষর ডায়েরি।
# অমূল্য কুমার দাশগুপ্ত (১৯১১ – ০৫/০৩/১৯৭৩)
। ছদ্মনাম – সম্বন্ধ। জন্মস্থান – কুলকাঠি গ্রাম, বরিশাল, বাংলাদেশ। অধ্যাপক, গল্পকার এবং গোয়েন্দা গল্প লেখক। গ্রন্থ – ডায়লেটিক; শিকার কাহিনী; ছেলে ধরা জয়ন্ত।
# অমূল্যধন মুখোপাধ্যায় (২৫/০৫/১৯২৫ – ২০/০৩/১৯৮৪)। ছদ্মনাম – বেতাল ভট্ট। জন্মস্থান – পার্টিগ্রাম, জলপাইগুড়ি। অধ্যাপক, প্রাবন্ধিক ও সমালোচক। গ্রন্থ – বাংলা ছন্দের মূলসূত্র; কবিগুরু।

‘অ’ অক্ষর দিয়ে যাদের নাম শুরু, রয়েছে তেমন আরও অসংখ্য লেখক সাহিত্যিকের নাম-ছদ্মনাম। পরবর্তী সংখ্যায় থাকছে সেই তালিকার কিয়দংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =