বিপরীত মেরু
সোনালী দে (পঞ্চানন তলা লেন, কলকাতা )
আড়ম্বরহীন দুটি ছোট্ট দর্শন!
নেই অলঙ্কার, নেই আসন ভূষণ
নেই বিস্তার।
তবু, ওরা বিস্তৃত, দীর্ঘ দীর্ঘ বহু দীর্ঘ ভাব রাজ্যে।
ভাগ্যদেবতা অলক্ষ্যে
বিদ্রূপ করে জানায়, তিনি নিষ্ক্রিয়।
আর সক্রিয় হয়ে মূর্খ সম্প্রদায়,
দায়ভার বহন করতে করতে ঋজু থেকে বক্র,
আর বক্র থেকে কখন যেন সরল রেখায়
পরিণত হয়ে, বাহক সম্প্রদায়ের স্কন্ধে
চড়ে চলে যায় বিলীন হতে।
দুই বিপরীত মেরুর বাসিন্দা
ছোট্ট দুটি ইঙ্গিত, ছোট্ট দুটি উত্তর
জীবনের সঙ্গে করে মরণ খেলা।।