ইন্দ্রিয় কুসুম
শৈলেন চৌনী (ধ্বজামনি পুর, বাঁকুড়া)
আমার ভেতরে রাত্রির তারাপথ, স্বপ্নময় ঢেউ
বর্ণছটাময়, রৌদ্রজ্বালাময় তছনছ ভূগোলের অসুখ
বিরুদ্ধ বাতাসে দোল খেয়ে ভেসে ফেরা দীর্ঘশ্বাস
তরঙ্গাহত স্মৃতির ধূলিমলিন শব্দ
আমার ভালো লাগে না
ম্রিয়মাণ জীবনের কথকতা, বীতরাগী পুষ্প হয়ে ফুটে থাকা
সুর্যাস্তের মতো সেঁটে যাওয়া আকাশ ভালো লাগে না
এর চেয়ে সীমানা চাই, চারপাশে; চুপিসারে নতুন পেলব প্রাণবীজ
আরও নিবিড় নিমগ্ন ব্যাকুল আকাশ রেখে যায় ভেতরে বন্দীশালার মৃত্যুবাসনা
মুক্তি চাই, তছনছ ভূগোলের বেদনা নয়
দুর্দান্ত উড়ে যাওয়া ফানুস নয়, গোলক-ধাঁধাভরা স্বপ্নও নয়
আমার অভ্যন্তরে বাগান হোক, শিকড়ের জলপানি পেয়ে বেড়ে উঠুক ইন্দ্রিয়কুসুম