স্যামসাং এর সবচেয়ে পাতলা স্মার্টফোন গ্যালাক্সি এ৭
শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং ‘গ্যালাক্সি এ’ সিরিজের পরবর্তী মডেল গ্যালাক্সি এ৭ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আর এই ফোনটিই হতে যাচ্ছে স্যামসাং এর তৈরি করা সবচেয়ে পাতলা স্মার্টফোন। কোম্পানিটির এর আগে বাজারে ছাড়া গ্যালাক্সি আলফা’র আদলে তৈরি ধাতুর ফ্রেমের ফোনটি মাত্র ৬.৩ মিলিমিটার পুরু।
স্যামসাং এর আই টি ও মোবাইল ডিভাইস হেড জে কে শিন জানিয়েছেন, স্টাইলকে প্রাধান্য দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন স্মার্ট ফোন তৈরির প্রতিযোগিতায় নির্মাণ শৈলী ও স্টাইল নিয়ে সমালোচনার পর কোম্পানিটি পারফরম্যন্সের চেয়ে স্টাইলকেই প্রাধান্য দিচ্ছে।
এছাড়াও থাকছে ৫.৫ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, ১.৮ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যা ম, ২৬০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অ্যানড্রয়েড ৪.৪ (কিটক্যাট) চালিত এ স্মার্টফোনে আরও থাকছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি ও মাইক্রোএসডি কার্ড সুবিধা। ফোনটির একটি ভার্সনে দুইটি সিম ব্যবহারের সুবিধা থাকবে। তবে কবে নাগাদ ফোনটি বাজারে পাওয়া যাবে বা দাম কত হবে সে ব্যাপারে কিছু জানায়নি স্যামসাং।