উবু ছড়া, থুড়ি কবিতা
অদিতি চক্রবর্তী
কবিতা লেখা সহজ নয়তো মোটে
আসলে কালি ও কলমে যেটা ঘটে
সেসব কেবলি দৃষ্টি বিড়ম্বনা
সে দেখা কখনো দেখাই ছিলোনা
চোখের বারণে বসে মন
পা দুলিয়ে বুকের বোতামে ঘর,
উড়িয়ে আঁচলে বাতাস ধরছে যখন তখন
এর ঘাড় ধরে, ওর টেনে চুল
গাছ ঝাঁকিয়ে ফুল কুড়োচ্ছে, উড়িয়ে বুলবুল
তারপর টুপটাপ ঝুরঝুর একে একে
মেলে ধরে ডানা, ডিঙিয়ে নিজেকে
মেঘ অথবা রোদ্দুরে পুড়ে পুড়ে
বিরতি মাখনে এদিক ওদিক কেটে-জুড়ে
কবির আঙুল মাখা জমা কথা
দু’দিকখোলা খাতার পাতাতে
বিন্দু বিন্দু প্রেম অপ্রেম মুখর নীরবতা
মনে মনে গেয়ে যাওয়া একখানি গান
বাউলিয়া সন্ন্যাস আলোকে সাক্ষ্যতা রেখে দাগিয়ে জন্মপ্রমান
আলাপে,প্রলাপে,বিলাপে,জমিয়ে
চমকে,ধমকে,গমকে তাল থেকে তিল কমিয়ে
সবকিছু দেখেবুঝে অবশেষে লেখনীর ধূম
তবু পাঠক হয়তো বলবে ছড়াই হয়েছে, এটি কাব্য নয়
কবিতা লেখা ওতো সহজ নয়, বুঝলে ভুতুম?