অদ্ভুত
পার্থজিৎ বণিক
অদ্ভুত ছাপ্পা সবেতেই বেশ প্রকট।
শব্দের ঘাড়ে শব্দ জুড়ে,
বাক্যি নিয়ে কাব্যি করে,
ভালো লাগার সাথে কটুক্তিও জুটেছে।
সমালোচনার সদুত্তরে মিলেছে ঠোঁট বাঁকানো ব্যঙ্গ।
ছন্দ আছে কি ছন্দ নেই,
কবিতা হয়েও কবিতা যেই
সুর বাঁধা গলায় গান হয়ে ওঠে-
ঠোঁটে হাসি, চোখে মুখে প্রাণ যেন জাগে
আলোচনার উরধে মেলে ভালোবাসার উপহার।
কবি মনে গান, সুর হতে ছন্দে
কবিতা যদি গান হয়ে জাগে,
গান আজ তবে কবিতা নয় কেন?