অজেয় গাণ্ডীব
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, কলকাতা ##
একটা সান্ত্বনা, প্যাঁচার মতো কড়ি চোখ মেলে
আমাদের হৃদয়ের হাহাকারের মধ্যে গড়ে ওঠা বিস্তৃত দেয়ালে লিখে রাখা তোমার নাম দেখছে।
নির্মোক নির্জনতার মাঝে গড়ে ওঠা ক্লেদাক্ত শ্মশান, বৈশাখী কৃষ্ণচূড়া ছোঁয়া শব পোড়া ঘ্রাণে ভিজে অবিশ্বাসী হায়না চোখে দেখে ধূসর পৃথিবী।
বিচ্ছেদের রাঙা উত্তরীয় দেখে হেসেছিল ধর্ষিতা চাঁদ, ক্ষমার চেয়ে মহৎ প্রলাপ অন্তহীন মরীচিকা
গড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস শুনে কেঁপে কেঁপে ওঠে।
বোধিসত্ত্বের নির্বান প্রচারিকা সঙ্ঘমিত্রার মতো
সেই সান্ত্বনা,হাড়কাটা গলির কিনারে রাঙা ঠোঁটে
সামলে দেয়, বকুল গন্ধ ভরা বাবুর বিলাস।
আলোসমাকীর্ণ এই প্যাঁচাটির বয়স বাড়ে না
সে চতুর চোখে দেখে যায় নিহত অনুভূতির লাশ,
তখনও কবিতার তর্পণে আমি বদ্ধপরিকর।
মানবিক সত্ত্বার ধুলিকণায় জন্ম নেওয়া মহানির্বানী মানবতা বোধ, বৈকালি বিষন্নতা ভেঙে আবার বাড়িয়ে দেয় অজেয় গাণ্ডীব!!