আদিম
মনোহর মন্ডল ##
কথা ছিল
তুই আদম হবি!
আমি হবো সর্পিল ষড়যন্ত্রকারী,
যেদিন ভোরের আলোয় তুই নিজেকে চিনতে চাইবি?
যুদ্ধের নিঃশব্দ দামামা বাজাবো!
ঈশ্বর নিরুপায় হয়ে পড়লে..
সময়ের ষড়যন্ত্রে আসবে সুযোগ..
আমার ফিস ফিসে ঠান্ডা মন্ত্র
বিষের মতো তোর গায়ে লেপে দেব,
তুই সম্মোহিত হয়ে খাবি, নিষিদ্ধ লজ্জা ফল।
তারপর?
দুজনে হাঁটবো অনেক.. অনেক পথ,
কেউ বলবে প্রগতি
আবার কেউ কেউ হিংসায় কটাক্ষ ও করবে!
তাতে কি আসে যায়?
তোর নাম দেব মানুষ।
কথা দিচ্ছি..
এক পৃথিবী ভর্তি লোক থাকবে, তোর বংশ ধর,
আমার চেতনার বাহক।
তুই শুধু কথা দে, বিস্ফোরণ হবে!
বিপ্লব আনবি তুই,
আমি চেতনায় লুকিয়ে থাকবো।