এ শহর আর প্রেম
শান্তনু ভট্টাচার্য, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান ##
সন্ধ্যা নামলে এ শহরে প্রেম জাগে
শহরের কোনায় কোনায় পোড়ে
তোমার আমার মত
কত অবুঝ-সবুজ প্রেম!
নীল আলোয় মাঝে মাঝে চোখে পড়ে
স্যাঁতসেঁতে দেওয়ালে আঁকা সমস্ত যতিচিহ্ন।
সবার বিনিদ্র রাত চুপচাপ শুয়ে
প্রতীক্ষা শুধু নির্ভুল ঠিকানার,
দূরে ভেসে আসে বাউলের সুর।
জানালায় জেগে থাকে রূপসী চাঁদ
কিছু প্রেম মরেও,জেগে থাকে
জানালার কার্নিসে।
সব প্রেম হৃদয় ছুঁয়ে দাগ কাটতে পারে না
আবার,
সব দাগেই থাকে না প্রেমের গন্ধ •••