এই ছেলেটা
বটু কৃষ্ণ হালদার, হরিদেবপুর, কলকাতা
এই ছেলেটা ভেলভেলে আমাদের বাড়ি যাবি
থালা ভরে ভাত দেবো মন ভরে খাবি “
মেলার দিনে বন্ধু নতুন পরবো নতুন জামা
গায়ে তোর সেই ছেঁড়া টা আপন চাঁদ মামা”
কংক্রিটের ইমারতে কাটাই যে দিন রাত
গ্রীষ্ম, বর্ষা, শীতে তোর আপন যে ফুটপাত “
চাঁদে বসে চরকা কাটে মনের দুঃখে বুড়ি
স্কুলছুট সেই ছেলেটার মাথায় শ্রমের ঝুড়ি”
এই ছেলেটা তোকে নিয়ে ভাবছি সারাক্ষণ
তোর দুঃখে সমব্যথি আমার ব্যাকুল মন”