একটি উদগ্রীব ক্ষণিক ও নেপথ্যের আমি
ঋতো আহমেদ
একটি উদগ্রীব ক্ষণিক
আমার দিকে হাত বাড়ালো আর আমি
আকাশের দিকে তাকিয়ে
বৃষ্টি ও বৃহস্পতির
মুহুর্মুহু আক্রমনের নেপথ্যে নিজেকে নামাই
জলে
যে জলের কোনো ধারা নেই
ধরণও নেই— অন্তত আমার জানা নেই তার শরীরে
সাঁতরে কোথাও যাবার কোনো পথ
একটি উদগ্রীব ক্ষণিক
হেসে
বললো এসো— ভয় নেই— ভাঙবে না কিছু
কোথাও না-গিয়ে এখানেও থেকো— এইখানে— এইটুকু
প্রণয়ে
তারপর ফিরে যেও পথে
যেখানে যখন যেমন।