একুশের অঙ্গীকার
প্রণব কুমার চক্রবর্তী, বারাসত, উত্তর ২৪ পরগনা
এমনি এক পলাশ রাঙা, শিশির ভেজা প্রাতে,
হাজার হাজার ছাত্র-যুব নেমেছিলো রাজপথে।
নিরস্ত্র সব, কিন্তু মনেতে একটা অঙ্গীকার,
“বাংলা হবে বাঙালীর ভাষা” এ ভাষা ওদের মার।
বাংলা ভাষায় কথা বলার অধিকার ছেড়ে দিতে,
মৃত্যুকে মেনে নিতে রাজি গুলি বুক পেতে নিতে।
হাজার কন্ঠ ক্রমে হয়েছিলো লক্ষ কন্ঠে ভারী,
সেটাই ছিলো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি।
আন্দোলনকে স্তব্ধ করতে উর্দিধারীরা সব,
শুর করেছিলো চিরায়ত সেই বুলেটের উৎসব ।
গুলি খেয়ে বুকে লুটিয়ে পড়লো রফিক, জব্বার
বাঙালীর জেদ সে রক্তরাগে আরও হলো দূর্বার।
বুকের রক্ত রাঙিয়ে সেদিন ঢাকা শহরের পথ,
বিজয় কেতন তুলে ধরেছিলো সালাম,বরকত।
ভাইয়ের রক্তে রাঙা হওয়া সেই একুশে ফেব্রুয়ারি,
বাংলা ভাষাকে বিশ্বমাঝারে যেন ছড়াতে পারি।