এবার এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাও
হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা অনেক সময় তাড়াহুড়ায় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ করে ফেলেন। এখন থেকে সেই ভুল সম্পাদনার (এডিট) সুযোগ পাওয়া যাবে।
এমন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি আগের মেসেজে নতুন কিছু যুক্ত করতে চাইলেও সেটা করা যাবে। অর্থাৎ কোনো বার্তা পাঠানোর পর সেটা পুরোপুরি সম্পাদনার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
তবে এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো মিডিয়া (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না।