এমন যদি হত
বিপ্লব গোস্বামী, করিমগঞ্জ, অসম ##
এমন যদি হত তবে ভীষণ হত ভালো
রাতে যদি সূর্য জ্বলত দিনে আধাঁর কালো।
মাটি যদি আকাশ হত ,আকাশ হত মাটি
যতন করে ছবি আঁকতাম করে ভীষণ পরিপাটি।
পাঁখী যদি চলত হেঁটে,মানুষ চলত উড়ে
ধরতে আমায় পারত না কেউ যেতাম চলে দূরে।
মা যদি হতেম আমি ,আমি হতেম মা
দুষ্টুমি করলেওতো একটুও বকতেম না।
গুরুমশাই যদি হতেম আমি ,আমি হতেন গুরু
তবেই তিনি বুঝতে পারতেন মোদের বুকের ধুরুধুরু।