কান টানলে মাথা
তাপস কুমার মুখোপাধ্যায় ##
কান নিয়ে টানাটানি
মোটে ভাল কাজ নয়।
মাথা এলে হানা হানি
মেটানো সহজ নয়।
অন্যায়ে কান মোলা
খুবই ছোট সাজা সে
লোকমাঝে মোলা কান
সম্মান হানি রে।
কানে কানে কানাকানি
উত্তম নয় জানি।
তবু কথা ফেলে যায়
মানির হয় মানহানি।
কান নিয়ে গেল চিলে
সব ছোটে পিছে পিছে
যদি সে ফেলে দেয়
কু়ড়িয়ে আনবে শেষে।
হঠাৎই কানে হাত
দেখে কান কানেতেই।
কানাঘুষা নয় ঠিক
দোষ কান পাতাতেই।
কান নিয়ে কত কথা
কান নাকি কাটা যায়।
এক কান দু কান
লজ্জাতে কাটা যায়।
এক কান কাটা যায়
রাস্তার ধার ধরে।
দু-কান কাটা যায়
মাঝ সড়ক ধরে।
কুস্তিতে কান খাওয়া
শুনেছি যে খবরে
হলিফিল্ড কান কাটা
টাইসন কামোড়ে।