কার হাত কে ধরে কে কেঁদেছিলো ?

                   

    পার্থ সরকার ##    

 

এক গোলক

বড় হয়ে ওঠা

এক ঝলক দিনের পর  দিন

তবু শান্ত প্রথায় বৃষ্টি

রোদ নেই গোলঘরে

এক পশলা ঝড় থেকে যায়  নিদেনপক্ষে

দুপুরের নাটমঞ্চে

গলে যায়  হিমানী গণৎকার

ছাড় পায় না  নিরীহ গ্রহ আর তার সৎকার

কে কেঁদেছিলো কার হাত ধরে

অস্তরাগে

অনুরাগে ? 

বৃষ্টির পর তালাবন্দী ভু- গোলক ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =