কুয়াশার অন্তরালে
অমিত বাগল ##
আজ দিন মেঘের অধীন
আমি তবে কার
কুয়াশার অন্তরালে অসময়ের এইসবই
তুমুল বৃষ্টিপাত
কার আমি !
আমার বৃষ্টি সে তো পৃথক কাহিনী
সারাপথই সপসপে,একাই ভিজছি আমি
শুধু একটু অন্যরকমের জন্য
তোমার চোখে মুখে ফুটিয়ে তুলবো
অঙ্গীকারের আলো
জ্বলে ওঠে যদি
হতদরিদ্রে,আমার মেঘাচ্ছন্নে
যদি দেখি
রোদ–
রোদ বুঝলেনা,যাকে বলে আকাশেরও শীতকাল