ঘুম ভেঙে যায় বিষাক্ত ছোবলে
সাইফুল্লা তরফদার ##
রাতের পর রাত,
কখনো মোবাইলের পর্দাতে চোখ রেখে,
কখনো জানালার ওপারে খোলা আকাশে চেয়ে,
কখনো বা নিঝুম পথ,সারি সারি গাছের বিশ্রাম অনুভবে,
কখনো চেয়ারে বসে ঘড়ির কাটার গতিতে চোখ রেখে।
রাতের পর রাত এভাবেই,
কলুষিত সমাজের বিষে ভোগীদের পরিণতি দেখে,
দমে যাওয়া ক্ষুব্ধ কোষেরা হয়ে থাকে থমথমে।
রাতের পর রাত এভাবেই,
ঘুম কেড়েছে নীরব দেখে হরির,
বিষে বিষে সমাজের সাথে সাথে ক্ষিপ্রবেগে নীল হয়ে আসছে শরীর,
ক্রমে ক্রমে নীল হতে দেখছি গোটা দেশ দুর্বিপাকের কবলে,
মাঝ রাতে তাই ঘুম ভেঙে যায় বিষাক্ত ছোবলে।