চারশো কোটি করোনার মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিক্রি চিনের
যে চিন থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়েছে, সেই দেশটিই বিশ্বের বিভিন্ন দেশে গত এক মাসে প্রায় চারশো কোটিরও বেশি মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিক্রি করেছে। চিন সরকারের পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত করোনাভাইরাসের মহামারিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাসের চিকিৎসা সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে।
চিনের শুল্ক দপ্তরের কর্মকর্তা জিন হাই জানিয়েছেন, তাঁরা এ পর্যন্ত ৩৮৬ কোটি মাস্ক, ৩ কোটি ৭৫ লক্ষ সুরক্ষা পোশাক, ১৬ হাজার ভেন্টিলেটর এবং ২৮ লাখের বেশি করোনাভাইরাসের টেস্টিং কিট রফতানি করেছেন।
চিন ১৪০ কোটি ডলারের চিকিৎসা সামগ্রী রফতানি করে। তবে নেদারল্যান্ডস, ফিলিপাইন, ক্রোয়েশিয়া, তুরস্ক ও স্পেন ইতিমধ্যে চিনের নিম্নমানের চিকিৎসা সামগ্রী নিয়ে প্রশ্ন তুলেছে। গুণগত মান সন্তষ্ট জনক না হওয়ায় নেদারল্যান্ডস সরকার গত সপ্তাহে চিন থেকে পাঠানো ১৩ লক্ষ মাস্কের মধ্যে ছয় লক্ষ ফিরিয়ে দিয়েছে।
চীন সব জানতো l রোগ ছড়াতে জানে l মেডিকেল সরঞ্জাম বিক্রি করার কৌশলও জানে l ভারতের ডাক্তারবাবুরা ম্যালেরিয়ার ট্যাবলেটে করোনা সারবে কী নিশ্চিত না হলেও আমেরিকার ট্রাম্প কোটি কোটি ট্যাবলেট ভারত থেকে আমদানি করেছেন l বিভিন্ন মিডিয়াতে প্রকাশ, ট্রাম্প ওই ট্যাবলেট বিভিন্ন দেশে চড়া দামে বিক্রি করবেন l এক্ষেত্রে, করোনার উৎস উহান ভূমি কিভাবে হল, চীন কতটা দায়ী ! কোরিয়ার কথা (অভিযোগ ) কতটা সত্যি তা বিশ্ববাসীর জানাই দরকার l এব্যাপারে আগামীতে আপনাদের পত্রিকায় রিপোর্টাজ দেখতে চাই l
—–ড. সেকেন্দার আলি সেখ
প্রিন্সিপাল : সুন্দরবন বি এড কলেজ
ইমেইল : alisekender1957@gmail.com
Your way of describing everything in this paragraph is truly fastidious,
all be capable of simply understand it, Thanks a lot.