চৌকিদার
অর্ণব গরাই, ধানবাদ, ঝাড়খন্ড
রাজা উজির দিচ্ছে শান, এখন এবার কি হবে?
কোষের ঘায়ে দুলছে দেশ, এখন তবে কে সামলাবে?
রাজা পড়েন যাঁতাকলে ,নিজের গান নিজেই শোনে।
মন্ত্রী শান্ত্রী,পাত্র মিত্র ছুট লাগিয়েছে পিছনপানে।
কোষা ব্যটা ভীষণ বাচাল, কথার নড়ন নয়কো মোটেও।
যেমন বলা তেমন কাজ সাধ্যি কার তাকে দিয়ে করায় কেউ।
কোষ খালি! তাও আবার হয় নাকি, এমনকথা অজানা!
মুখের উপর বলেই দেন, মাফ করবেন এ আমি পারবোনা।
হাত পড়েছে মাথায় রাজার চোখ ঘোরান যেদিকেই,
শুন্য হাতে বিফল রাজা পরশপাথর পান এক চমকেই!
বিশ্বাসী কেউ যে কথা শোনে আসল কথায় তাবেদার।
হুজুর তবে আমি ,ছুটে আসেন ঘরের কোনের চৌকিদার।
হাত বুলিয়ে গালের দাঁড়ি, এবার ফোটান রাজার হাসি
কোষের চাবি তবে তোমার জিম্মায় আমি তাহলে আসি
অর্থনীতি কত জানেন, ভগায় জানে সে কথা
রাজা বলেন ভয় নেই ওসব নিয়ে ঘামিওনাকো মাথা।
রাজা এখন দিচ্ছে ঘুম, রাজ্যশাসন চুলোয় যাক।
যাদের হাতের তাবৎ শাসন তারাই বাজায় বিজয় ঢাক॥