ছন্দ
জয়ীতা চট্টোপাধ্যায়
ভালোবাসা ঘুমিয়ে পড়ে রোজ
বিষ শরীরে, রক্তে নিয়ে।
হাতছানি দেয় কতো রাস্তা অলি গলি
পেরোয় না মন আত্মাকে তলিয়ে।
বুকে দাঁড়িয়ে থাকে আদরের হুল
মধুর কথা লেখা আছে দু এক কলি।
একটা জানলা খোলা আছে মাথার কাছে
দুঃখ শোক শুধু তার কাছে বলি।
আমার ঘুড়ির কাটছে সুতো,
তাতে কি বা এসে যায়?
তোমার ছন্দের হিসাব রাখা
ভালোবাসার মস্ত দায়।
চোখের তারা বন্ধ করেই
গানটা গাও ,মূহুর্ত যেনো না হারায়।
আমি শুধুই গল্প লিখি,
সুরহীন তালহীন মূর্ছনায়।
সুস্থ করো আমায় এবার, এই বলে!
তোমায় আমি ডাকবো না।
রাগ কিংবা অভিমানরা গল্পে মানায়,
আমার কেবল পাগল করা যন্ত্রনা।