ছোট্ট ইচ্ছে
শিখা চৌধুরী, কোন্নগর, হুগলি
চড়ুই দুটি রোজ দুপুরে আসে চালার ‘পরে
ডাকলে সে আসতে চায়না আমার মাটির ঘরে।
ওরা যেন কি সব কথা অনরবত বলে,
বলতে বলতে ফুরুৎ ওড়ে আবার আসে চালে।
আমার যদি ওদের মতো থাকতো দুটি পাখা,
পড়ার জন্য কঠিন হতো আমায় ধরে রাখা।
বন্ধু হতো কত পাখি বাবুই, শালিক, চিল
ওদের সাথে আকাশ জুড়ে উড়বো অনাবিল।
আমার ঘরে আছে বন্ধু হাঁস মুরগির ছানা,
উড়ে যেতে পারেনা কোথা,আছে দুটি ডানা
নিজের মনে ওরা সবাই খুঁটে খেয়ে যায়
আমার সঙ্গে না খেলে ,শুধু এদিক ওদিক চায়।
আমি যেতে চাই নীল ছোঁয়া ওই আকাশ অসীম দুরে,
এক নিমেষে বিশ্বটারে দেখবো ঘুরে ঘুরে।