জিজ্ঞাসা চিহ্নের দিকে
শুভদীপ পাপলু, চুঁচুড়া , হুগলী
চোখ বুজলে,যাবতীয় যা হাজির হচ্ছে-
সেটাই কি বিভ্রম!
অথবা বর্ণমালা-সেই দশমিকসম বিভ্রমে,
একেকটা নৌকাডুবি,হত্যা নয় বুঝি-
কেবল মৃত্যুর প্রতিশব্দ?
বিংশ শতকের সংহার,সবটুকু ভাসমান,যোণিপদ্মে-
পক্ষপাতহীন অশ্বারোহীর ব্যস্ত নারী;যেন গন্তব্যেই নিঃশর্ত চিহ্নের বঙ্গপ্রদেশ বা গৌড়…
যেন-প্রতিষ্ঠিত বিভ্রমের ছায়াপথে সুর ধরেছে
প্রিয় সুড়ঙ্গ,হিয়েরোগ্লিফিক্স।
নরমপন্থী শরীরি কণ্যা স্ট্রেচারের অভিযান।
আহা দ্বন্দ্ববাদ,আহা সংযমের মৃদু অত্যাচার…
তোমার প্ররোচনায় কেন এত প্রশ্ন?
বিভ্রম চুঁইয়ে চুঁইয়ে ঝরে উষ্ণতার আকাঙ্খা,
প্রার্থনা সংকেত,আকর্ষন,আর প্রচ্ছদের মায়া।
নিঃসঙ্গ আশ্রয়েই বিব্রত-হে অক্ষরলব্ধ ব্রহ্মচারী-
স্পর্শ কি শুধুমাত্র অপর্যাপ্ত ভিক্ষা?বলো?