জিভের বিষ
অভিজিৎ দাস কর্মকার, বিষ্ণুপুর, বাঁকুড়া
শব্দের অনুতাপ নিজস্ব
ক্রিয়াবাচক বিশেষ্যে ভেবেছিলাম-
এবং
কৌতুহলী দিন গুলো
হলুদ ধন্যবাদ জ্ঞাপনে সিম্বলিক শিকড়ের সমান
পাতিত হয় দেবদারুর বিস্তারে
যুদ্ধকন্যার প্রসিদ্ধ শরীরের ঢেউ ভাঙায়
শুয়ে আছে অশ্বত্থামা
মহাভারতের কথা পড়ে ব্যাসদেব।
পাশাপাশি
মায়াবী নদীর স্থিরতাটি আলিঙ্গনে নিমজ্জিত
প্রতিশব্দে প্রতিধ্বনিত হচ্ছে আদমসুমারি আর বাৎস্যায়ন
সম্পূর্ণ বিপরীত কাগজে লিখি
জিভের বিষ, আর-
মা ফলেসু কদাচন…