জ্যৈষ্ঠের ঝড় ( কবি কাজি নজরুল ইসলামকে মনে রেখে)
অশোক দাশ ##
জ্যৈষ্ঠের দুরন্ত ঝড়ে, ঝন্- ঝন্ শেকল ভাঙার গান,
সব বাধা ভেঙ্গে শোষিতের কন্ঠে নব আহ্বান ।
জ্যৈষ্ঠের ঘন ঘোর দুর্দিনে সুখের আবাদে হল কর্ষণ,
তাপদগ্ধ ফুটিফাটা মৃত্তিকা পরে এক পশলা বারি বর্ষন ।
জ্যৈষ্ঠের ঝড়ে, কার বাসা কে ভাঙে
কার ভাত কে করে চুরি!
চাই তার ‘কৈফিয়ৎ’?
‘জাতের নামে বজ্জাতি ‘করে
কে ভাঙে বলো মোদের মহব্বত ??
জ্যৈষ্ঠের ঝড়ে, স্তূপীকৃত আম- কাঁঠালের সম্ভার,
কুলি- মজুর- কৃষাণ সকল বলছে হেঁকে
এ সবের তারাই হকদার ।
জ্যৈষ্ঠের ঝড়ে, ভাঙুক মন্দির- মসজিদের যত ভন্ডামীর তালা,
বিভেদের বিষে হানছে থুতকার,
সম্প্রীতি- প্রেম- মানবতার গলে বিজয়ের মালা।
জ্যৈষ্ঠের ঝড, মাথায়, গায়, বুলবুল শান্তির গান,
হাসনুহানার গন্ধে বিভোর, যৌবনে জোযার বান। জ্যৈষ্ঠের দুরন্ত ঝড়ে, ভাঙা নীড়, নতুন করে গড়ার অঙ্গীকার,
শত্রুর সাথে কষে পাঞ্জা, মানবো না কভু হার ।