ডুব তরী     

অমিত নায়ক, কাঁথি, পূর্ব মেদিনীপুর

##

কৌটো সিঁদুর কোন পরশে , জমলো সোনার পাতে I

কোন  তরীটা  ডুবলো শেষে , আঁধারে কোন রাতে I I

হিমের প্রদীপ হাতের ঘামে , তবুও  জ্বলে আলো I

রূপোর চাঁদে অলীক গ্রহণ , আকাশ বেজায় কালো II

কলঙ্কিত কল্পতরু , বিষ  গুণেছে  শ্বাস I

সেকেলের ওই ইচ্ছেগুলো , ভাগ্যসুখের  ত্রাস I I

বন্দী থাকুক জিয়নকাঠি , নৈরাশ্যের ঘরে I

ক্ষমার জীবন ক্ষয়িষ্ণু চাঁদ , সে হাত অনেক দূরে I I

তুচ্ছ আঙ্গুল ছোঁবেনা আর , আশ্বাসী তর্জনী I

আল ভেঙ্গেছে ভীষণ ঝড়ে , বিশ্বাসী বেষ্টনী I I

আলতা পায়ে শ্বেতের দুয়ার , আলপনাতে হাসে I

আগুন ধরায় স্বপ্নগুলো , ঘুমহীন এক লাশে I I

কৌটো সিঁদুর কোন পরশে , বিন্দু চোখের জলে I

অচেনা কোন সোনার পাতে , চেনা সিঁথি জ্বলে I I

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 10 =