ত্রিমূর্তি

মাথুর দাস ##

সত্য মিথ্যা স্বার্থ

যদি মিলেমিশে কাজ পারত !

তবে ঠিক হোতই হোত বেশ ।

সত্য এবং মিথ্যা

দো-টানায় গড়া ভিতটা,

ছন্দ কাটে দ্বন্দ্ব এবং দ্বেষ ।

স্বার্থ এবং মিথ্যা

বোঝে কি পরহিতটা ?

যায় সব কিছু উচ্ছন্ন ।

স্বার্থ এবং সত্য

সংঘাতও আছে কথ্য,

হয় কিছু কাজ সম্পন্ন ।

আসল কিম্বা মেকি

ত্রিমূর্তি খুশ দেখি,

যখন থাকে একা ।

বাঁধন শক্ত কি আলগা

কলহে তো নেই বলগা,

এমন ভাগ্য-লেখা !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =